Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
আসন্ন সার্বজনীন শারদীয়া দূর্গা পূজা-২০23 যথাযথ মর্যাদা ও শান্তিপূর্ণভাবে উদযাপনের “Contingency plan”
বিস্তারিত

পূজা মন্ডপের সভাপতি/সাধারণ সম্পাদকদেরকে প্রতিটি পূজা মন্ডপে কমপক্ষে ০১টি করে ফায়ার এক্সটিংগুইশার রাখার এবং লোড অনুযায়ী  অগ্নি প্রতিরোধক বৈদ্যুতিক তার ব্যবহারসহ অতি দাহ্যবস্তু ব্যবহার হতে বিরত থাকার জন্য পরামর্শ প্রদান করা হয়। প্রতিটি পূজা মন্ডপে টু-হুইলার ওয়াটার মিষ্ট মটর সাইকেল এবং ২য় কল গাড়ি দ্বারা সার্বক্ষনিক পূজা মন্ডপে তদারকির জন্য টহল ডিউটির ব্যবস্থা করা হবে। এছাড়াও প্রতিটি পূজা মন্ডপে স্থাণীয় ফায়ার সার্ভিসের জরুরী নাম্বার সম্বলিত লিফলেট বিতরণ, অগ্নি প্রতিরোধ, অগ্নিনির্বাপন ও উদ্ধার বিষয়ে ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার পদ্ধতি এবং প্রাথমিক চিকিৎসার ব্যাপারে পরামর্শ প্রদান করা হবে।

এছাড়াও সকল ফায়ার স্টেশনে নিম্নবর্ণিত কর্মকর্তা ও কর্মচারীদের সম্বনয়ে Quick Response Team গঠন করা হয়েছে।

            ১। টিম লিডার: স্টেশন অফিসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, শেরপুর/ঝিনাইগাতি/শ্রীবরদী/নালিতাবাড়ী।

           ২।  টিম সদস্য: লিডার-০১জন, ড্রাইভার-০১ জন, ফায়ারফাইটার-০৪ জন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, শেরপুর/ঝিনাইগাতি/শ্রীবরদী/নালিতাবাড়ী।

প্রকাশের তারিখ
27/09/2023
আর্কাইভ তারিখ
31/10/2023